সোমবার ২৬ মে ২০২৫

সম্পূর্ণ খবর

রাজ্য | বিদ্যালয়ে প্রথম, জেলায় ছাত্রীদের মধ্যে সেরা, তবু মেধাবী থৈবির জন্য কাঁদছে স্কুল ও পরিবার

AD | ০২ মে ২০২৫ ০০ : ৪৬Abhijit Das


আজকাল ওয়েবডেস্ক: মাধ্যমিকে প্রাপ্ত নম্বর ৬৭৪। শতাংশের হিসেবে ৯৬.২৯%। তবু শোকের ছায়া আসানসোল শিল্পাঞ্চলে। কারণ, একটি স্বপ্নের অপমৃত্যু ঘটেছে। শুক্রবার মাধ্যমিকের ফল প্রকাশের দিন কান্নায় ভেঙে পড়ছেন স্কুলের শিক্ষিকা ও বন্ধুরা। কান্নায় ভেঙে পড়ছেন পরিবার আত্মীয়স্বজন-সহ পাড়া-প্রতিবেশী। 

আসানসোল উমারানি গড়াই স্কুলে প্রথম থেকেই ভাল ছাত্রী হিসেবে পরিচিত ছিল থৈবি মুখোপাধ্যায়। শুক্রবার মাধ্যমিকের ফল প্রকাশের পর দেখা গিয়েছে মাধ্যমিকেও স্কুলে সেরা হিসেবে রইল সে। কিন্তু এই ফলাফল থৈবি দেখে যেতে পারল না। সে আজ আর জীবিত নেই। লিভারের রোগে গত ১৬ এপ্রিল তার মৃত্যু হয়েছে। 

পরীক্ষার আগে জন্ডিসে আক্রান্ত হয়েছিল থৈবি। কিন্তু লেখাপড়ার প্রতি টান থাকায় পেটে অসহ্য যন্ত্রনা নিয়েই সে পরীক্ষা দিয়েছিল। শুধুমাত্র সুস্থ ছিল বাংলা পরীক্ষার দিন। আর বাংলাতেই তার প্রাপ্ত নম্বর ৯৯। তারপর থেকেই নম্বর কিছুটা কমতে থাকে। যার পিছনে শারীরিক অসুস্থতাই কারণ হিসেবে মনে করা হচ্ছে। যদিও অন্যান্য বিষয়েও তার নম্বর যথেষ্ট উল্লেখযোগ্য। 

 থৈবি এতটাই মেধাবী ছিল, সুস্থ অবস্থায় পরীক্ষা দিতে পারলে হয়তো রাজ্যে সে সেরা হতে পারত, দাবি স্কুলের শিক্ষিকাদের। স্কুল এবং পরিবার সূত্রে জানা যায়, পড়াশুনার বাইরে আঁকা, গান এবং অন্যান্য বিষয়েও সে ছিল সমান পারদর্শী। 

থৈবির বাবা বিবেকানন্দ মুখোপাধ্যায় পেশায় একজন হোমিওপ্যাথি ডাক্তার। মা পিউ মুখোপাধ্যায় গৃহবধূ। মাধ্যমিক পরীক্ষার আগে মেয়ের লিভারের রোগ ধরা পড়ার পর চিকিৎসার জন্য হায়দ্রাবাদ, ভেলোর সর্বত্র ছুটে যান তাঁরা। 

লিভার ট্রান্সপ্ল্যান্ট করার জন্য প্রয়োজন বিপুল অঙ্কের টাকা। এগিয়ে আসে স্কুল এবং শহরবাসী। তার চিকিৎসার জন্য সোশ্যাল মিডিয়ায় করা আবেদনে সাড়া দেয় বহু মানুষ। জানা গিয়েছে, সবাই মিলে চেষ্টা করে ৪৫ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার খরচ জোগাড় করা হয়েছিল। তবু বাঁচানো যায়নি থৈবিকে। 

স্কুল থেকে শুরু করে পাড়া-প্রতিবেশী প্রত্যেকেই আশা করেছিলেন এবছর পশ্চিমবঙ্গে মাধ্যমিক পরীক্ষায় এক থেকে দশের মধ্যে জায়গা করে নেবে থৈবি। কিন্তু অসুস্থ অবস্থায় পরীক্ষা দেওয়ায় এক থেকে দশের মধ্যে জায়গা না করতে পারলেও স্কুলে সর্বোচ্চ নম্বর সে পেয়েছে। জেলায় ছাত্রীদের মধ্যে সেরা।

মাধ্যমিকের ফল প্রকাশের দিন মানসিক ধাক্কা ও অস্বস্তি কাটাতে কয়েকদিনের জন্য থৈবির মা ও বাবা চলে যান আসানসোল ছেড়ে। বাড়িতে থৈবির বৃদ্ধ দাদু ও ঠাকুমা। ছবি বুকে নিয়ে কান্নায় ভেঙে পড়ছেন তাঁরা। একটি স্বপ্নের অপমৃত্যু হয়েছে। তাই রেজাল্ট আনতে যাননি। বাড়িতে গিয়ে দেখা গেল থৈবির ছবি আঁকড়ে ধরে রয়েছেন তাঁর ঠাম্মা। কান্নায় ভেঙে পড়েছেন পরিবার, আত্মীয়-পরিজনরা।


Madhyamik Result 2025Madhyamik Exam 2025

নানান খবর

নানান খবর

কাজ বন্ধ রেখে একমনে চলে মহাদেবের উপাসনা, প্রাচীন রীতির সাক্ষী ‘চাকা পূজা’ কেন হয় জানেন?

‘তোমায় ছাড়া বাঁচব না’, একই শাড়িতে ফাঁস লাগিয়ে আত্মহত্যা পরকিয়ায় ডগমগ যুগলের

এগিয়ে আসছে গভীর নিম্নচাপ, ২৮ মে থেকে ভাসবে বাংলা, ইতিমধ্যেই শুরু বৃষ্টি

শান্তি বজায় রাখবে ‘শান্তি কমিটি’, সাম্প্রদায়িক অশান্তি এড়াতে জঙ্গিপুর পুলিশ জেলার বিরাট পদক্ষেপ

স্নান করতে নেমে বিপত্তি, হুগলিতে একদিনেই দুটি পৃথক ঘটনায় মৃত ৪

বিএসএফ জওয়ান পূর্ণমের সঙ্গে দেখা করলেন সাংসদ কল্যাণ, হল মিষ্টিমুখ

অ্যাম্বুল্যান্স থেকে বাড়তি রেলের সুবিধা, শ্রাবণী মেলার আগে পুণ্যার্থীদের জন্য একগুচ্ছ পরিকল্পনা

'দেশে ফেরার আশা ছেড়েই দিয়েছিলাম', রিষড়ায় ফিরে অভিজ্ঞতা ভাগ করলেন পূর্ণম কুমার

চা বাগানে দুই দাঁতাল হাতির লড়াই! ট্রাক্টর দিয়ে ভয় দেখিয়ে জঙ্গলে ফেরত পাঠালেন শ্রমিকরা, এখনও আতঙ্ক এলাকায়

হাসনাবাদে রাতের আকাশে সীমান্তের ওপার থেকে উড়ে এল রহস্যময় আলো, ড্রোন বলে সন্দেহ স্থানীয়দের

বর্ধমানে ভাড়া ঘরে ঘাপটি মেরে দিব্যি চলছিল প্রতারণা, ওঁত পেতে ধরল দিল্লি পুলিশ, জালে 'জামতারা গ্যাং'-এর তিন

ঢাকুরিয়া স্টেশনের কাছে চলন্ত ট্রেনে পাথর হামলা, মাথা ফাটল যাত্রীর! প্রশ্নের মুখে রেলের নিরাপত্তা

লেগেছে ওয়েলকাম গেট, আলোয় সেজেছে বাড়ি, পূর্ণমের ঘর-ওয়াপসি ঘিরে উৎসবের মেজাজে রিষড়া

গুণমান নিয়ে প্রশ্ন, বাংলা-সহ দেশজুড়ে পরীক্ষায় ফেল ১৯৮টি জীবনদায়ী ওষুধ! 

খুন করে প্রমাণ লোপাটের অভিযোগে দোষী, আরপিএফ কনস্টেবলকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল আদালত

সোশ্যাল মিডিয়া